শুক্রবার, জুলাই ১১, ২০২৫

২৭ আষাঢ় ১৪৩২

leading admission leading admission
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : জাতীয়

সচিবালয়ে বিশৃঙ্খলা: গ্রেফতার ২৬ শিক্ষার্থী কারাগারে


ডেস্ক রিপোর্ট
2024-10-24
সচিবালয়ে বিশৃঙ্খলা: গ্রেফতার ২৬ শিক্ষার্থী কারাগারে

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল হক। অপর দিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন– জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহাম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউর রহমান মিল্লা (১৮), মেহেদী হাসান (১৮), সোহান (২১), ইমরান হোসেন আরমান (১৮), মেহেদী হাসান অন্তর (১৯), সাগর (১৮), রোহান (১৮), শাহরিয়ার হোসেন (১৮), আহাদ মোল্লা (২২), সোহান (১৮), মাসনুন (১৮), নাঈম (১৮), ইমাম হাসান (১৮), শাকিল (১৮), সেলিম (১৮), সাকলাইন মুস্তাক (১৮), হানজালাল (২২), মশিউর রহমান (১৮), প্রান্তিক (১৮), তাছিম রহমান (১৮), রবিন মিয়া (১৮)।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) তাদের গ্রেফতার করে পুলিশ।

বুধবার বিকালে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের জিনিসপত্র ভাঙচুর, সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় এজহারনামীয় আসামি করা হয় ২৬ জনকে। এছাড়া ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।