রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

২ অগ্রহায়ণ ১৪৩২

leading admission leading admission
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
**সদ্যপ্রাপ্ত

>> দেশের প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনের রক্তে ‘উদ্বেগজনক’ মাত্রায় সীসা

>> রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত শমসের মবিন চৌধুরীর

>> খাতা পুনঃনিরীক্ষণ : সিলেটে এইচএসসিতে পাস আরও ৩১ জন

>> সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

>> লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে ডুবে গেলো নৌকা, ৪ জনের মৃত্যু

>> স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৫১৯ টাকা

>> নির্বাচনে ৯ দিনের জন্য মাঠে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

>> ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের থানায় বিস্ফোরণে ৭ জন নিহত

>> শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

>> দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান

আপনি পড়ছেন : সিলেট

গোয়াইনঘাটে গণপিটুনি ও চুন-বালু মিশ্রিত পানি খাইয়ে যুবক হত্যা


ডিএসএম ডেস্ক
2024-12-25
গোয়াইনঘাটে গণপিটুনি ও  চুন-বালু মিশ্রিত পানি খাইয়ে যুবক হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গণপিটুনি দিয়ে চুনা ও বালুমিশ্রিত পানি পান করিয়ে হেলাল মিয়া (৩২) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে এ ঘটনা ঘটে। হেলালের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মধ্যজাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মনির মিয়ার ছেলে মোশাররফ হোসেন, আমির উদ্দিন,একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সালাম ও তাদের সহযোগিরা হেলালকে ধরে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সাথে বেধে বেধড়ক মারধর করেন। এরপর চুনা ও বালুমিশ্রিত প্রায় এক লিটার পানি পান করানো হয় হেলালকে। একপর্যায় হেলান অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্যজাফলং ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানে রেখে হেলালকে মারধর করা হয়।

খবর পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে হেলালের স্বজনরা মধ্যজাফলং ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হেলাল বমি করেন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবারের লোকজন। তাদের অভিযোগ- পুলিশের অবহেলার কারণেই হেলালের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানাপুলিশের এস. আই প্রভাকর বড়ুয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে তিনি হেলালকে উদ্ধার করতে যান। তবে স্থানীয়রা তাকে বলেন- হেলাল উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারপর তিনি ঘটনাস্থলে হেলালকে রেখে চলে আসেন।

পরিবারের লোকজন বলছেন- পুলিশ সময়মতো হেলালকে উদ্ধার করলে এভাবে দফায় দফায় মারধর করতে পারতেন না মোশাররফ গংরা।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন- লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।