মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫

২৯ মাঘ ১৪৩১

leading admission leading admission
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫
২৯ মাঘ ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু


ডিএসএম ডেস্ক
2025-02-04
সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হওয়ার পর কর্তৃপক্ষ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  তিনি মারা যান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আসামির নাম আব্দুল হামিদ (২৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
মৃত্যুর বিষয়টি সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান- সোমবার সকালে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় বেলা ২টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
মো. সাখাওয়াত হোসেন জানান-  আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার মামলাটি বিচারাধীন।