দুই দিনের সফরে সিলেটে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সন্ধ্যায় তিনি সিলেট এসে পৌঁছলে পুলিশসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
উপদেষ্টার সফরসূচী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টায় তিনি সিলেটে বিজিবির সেক্টর হেডকোয়াটার্স পরিদর্শন, ১১ টায় পুলিশ লাইন পরিদর্শন ও সোয়া ১২টায় সিলটে জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
এছাড়া বিকেল ৩টায় সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন উপদেষ্টা। বিকেল ৫টায় বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন।