মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ৪টি ম্যাচ সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় কলব্রিজে বিজয়ী হন দিব্য জ্যোতি সী, মৃনাল কান্তি দাস। ক্যারাম এককে বিজয়ী হয়েছেন রাজীব রাসেল, নুরুল ইসলাম। সাপ লুডুতে বিজয়ী হয়েছেন, আবু বকর, নাজাত আহমদ পুরকায়স্থ।