বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫

৩ মাঘ ১৪৩১

leading admission leading admission
বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
৩ মাঘ ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে ইতালির ভিসাপ্রাপ্তিতে ভুক্তভোগীদের গণঅবস্থান কর্মসূচি ৯ জুন


প্রেস বিজ্ঞপ্তি
2024-06-05 16:46:15
সিলেটে ইতালির ভিসাপ্রাপ্তিতে ভুক্তভোগীদের গণঅবস্থান কর্মসূচি ৯ জুন

ইতালির ভিসাপ্রাপ্তিতে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা (ভিএফএস)-এর কাছে জিম্মি হয়ে পড়া এবং তাদের কাছে পাসপোর্ট আটকে পড়া সিলেটের হাজার হাজার ভুক্তভোগী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এই গণঅবস্থান কর্মসূচি আগামী রবিবার (৯ জুন) সকাল ১১টায় সিলেট নগরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এ অবস্থিত ভিএফএস গ্লোবাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।   

এই গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভুক্তভোগী রাজু আহমদ, বাবুল ঘোষ, শামীম আহমদ, আফতাব আহমেদ ও শিপু আহমেদ সর্বস্তরের ভুক্তভোগীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।