সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

২৯ আশ্বিন ১৪৩১

leading admission leading admission
সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
২৯ আশ্বিন ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট
2024-09-13
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩১ বঙ্গাব্দের কার্যকরী পরিষদের এক সভা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিলেট নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রশান্ত কুমার সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তরা ব্যাংকের অব. জি.এম রোটারীয়ান নিরেশ চন্দ্র দাশ, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, পরিষদের প্রাক্তন সভাপতি এপেক্সিয়ান চন্দন দাশ।

পরিষদের সহ-সম্পাদক অ্যাডভোকেট দিপন আচার্য্য’র পবিত্র গীতা পাঠের মাধ্যমে সূচিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পরিষদের উপদেষ্টা অব. ব্যাংকার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, যুগ্ম সমন্বয়কারী অবসরপ্রাপ্ত ব্যাংকার পরেশ চন্দ্র দেবনাথ, অশোক কুমার রায়, পৃষ্ঠপোষক সুরঞ্জন দাশ গুপ্ত ভানু, ব্যাংকার রবীন্দ্র দেবনাথ, পাঁচু মোহন বিশ্বাস, সহ-সভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত কুমার সূত্রধর, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, ব্যাংকার তারেশ কান্তি তালুকদার, সহ-সম্পাদক রোটারিয়ান পীযুষ পুরকায়স্থ, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, বীরেশ রায় অঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার অরবিন্দু রায় অপু, হৃষিকেশ দাশ, ব্যাংকার বিরাজ চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ প্রমুখ। সভাশেষে সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়।

এদিকে, পরিষদের প্রাক্তন সভাপতি এপেক্সিয়ান চন্দন দাশের বড় ছেলে দেবজ্যোতি দাশ সৌম্য প্রথমবারের মতো কোন বাংলাদেশি ছাত্র আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড-এ গোল্ড মেডেল অর্জন করায় মহালয়া পরিবারের পক্ষ থেকে তাকে তাদের নগরের চালিবন্দরস্থ বাসায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ সেখানে বেশ কিছু সময় বসে তার সাফল্যের গল্প শুনেন। পরিষদের পক্ষ থেকে তার এই গৌরবান্বিত অর্জনের জন্য তাকে আগামী ৪ অক্টোবর শুক্রবার মহালয়া উৎসবে সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

পরিষদের পরবর্তী সভা আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

পরিষদের সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদ সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস বিনীত অনুরোধ জানিয়েছেন। সভায় বিভিন্ন প্রতিযোগিতার উপ-কমিটিসমূহ গঠন করা হবে।