সতেরো বছর পর আওয়ামী লীগের সম্মেলন
সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)ঃ
2020-11-27 15:37:45
ছবি: মোঃ সালাহ উদ্দিন
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো প্রায় দীর্ঘ সতেরো বছর পরে।এ নিয়ে নেতা কর্মীদের মাঝে গত কয়েকদিন ধরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক,গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এম.পি আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খান।ব্যাপক উৎসাহ -উদ্দীপনায় সম্মেলন অনুষ্ঠিত হয়ে।সম্মেলন এ-র শেষে স্থানীয় এম.পি, গাজীপুর আওয়ামী লীগের সভাপতি, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক নতুন কমিটির নব-নির্বাচিত সভাপতি জনাব মুরাদ কবির
এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এ-র নাম ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মুরাদ কবির।