মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫

২৯ মাঘ ১৪৩১

leading admission leading admission
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫
২৯ মাঘ ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

সিলেটে ১৫ টি যৌতুকবিহীন বিয়ে


ডিএসএম ডেস্ক
2025-02-03
সিলেটে ১৫ টি যৌতুকবিহীন বিয়ে

সিলেট মহানগরীতে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আর্ন্তজাতিক চ্যারেটি সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’। অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগের প্রশংসা করেন।
 
ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে। যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।
 
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।  

এদিকে সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে প্রয়োজনীয় নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একইসাথে বর-কনে আনা-নেয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত।
সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আবদুল বাছিত।