মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

৩ আষাঢ় ১৪৩২

leading admission leading admission
মঙ্গলবার, জুন ১৭, ২০২৫
৩ আষাঢ় ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন

সভাপতি পাবেল, সেক্রেটারি রাব্বী নির্বাচিত


ডেস্ক রিপোর্ট
2025-05-17
সভাপতি পাবেল, সেক্রেটারি রাব্বী নির্বাচিত
সভাপতি নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের দ্বি বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্টিত। নির্বাচনে সভাপতি  পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭মে) নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ'র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।  ৯ টি পদের জন্য মোট ১৪ জন প্রার্থী  মনোনয়ন জমা দেন। ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ৫ টি পদের জন্য  ভোট গ্রহণ  আয়োজন করা হয়। নির্বাচনে শতভাগ ভোট অর্থাৎ ২৭ টি ভোটের সকল ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।সভাপতি পদে নাজমুল কবির পাবেল ২২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন পেয়েছেন ৫টি ভোট। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭টি ভোট।

এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন ২৩ ভোটে এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ ১৪টি ভোটে নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৮ ভোট, শাহ মো. কয়েস আহমদ ৩টি ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ ২০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহমদ পেয়েছেন ৭ ভোট।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।