শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

১২ বৈশাখ ১৪৩২

leading admission leading admission
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
১২ বৈশাখ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

গোলাপগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় নববধূর লাশ উদ্ধার


ডেস্ক রিপোর্ট
2024-07-10
গোলাপগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় নববধূর লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় তানজিনা ইসলাম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

তানজিনা ইসলাম উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সাজুর স্ত্রী।

পুলিশ জানায়- গত ২১ জুন পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোমবার (৮ জুলাই) রাতে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে তানজিনার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তানজিনা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় ওই নববধূর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’