সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের ছয়জন।
সোমবার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গভীর রাতে এ ঘটনা ঘটার পর খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক।
আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন দিনমজুর এমারুল হক স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। আগুনে তিনিসহ স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা পুড়ে মারা গেছেন।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় রায় চৌধুরী বলেন, হাওরবেষ্টিত আশ্রয়ণটিতে ৩৪টি ঘর ছিল। রাতে আগুন লাগলেও সেখানে যাওয়ার উপায় ছিল না।
ওসি মো. এনামুল হক বলেন, খবর পেয়েই আমরা ছুটে এসেছি। এসে জানতে পেরেছি ঘরটি ভেতরে থেকে তালা দেওয়া ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।