মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫

২৯ মাঘ ১৪৩১

leading admission leading admission
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫
২৯ মাঘ ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : বিশ্ব

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ভারত আমদানি শুল্ক কমাচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক
2025-02-04
ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ভারত আমদানি শুল্ক কমাচ্ছে

নয়াদিল্লি ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্বেগ দূর করতে পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প উচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে ভারতের নাম উল্লেখ করেছেন।
ভারত সরকার বিভিন্ন আমদানি পণ্যের ওপর শুল্ক হ্রাস করবে যা ভারতে আমেরিকার পণ্য আমদানি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এর মধ্যে রয়েছে উচ্চ মূল্যের মোটরসাইকেল এবং গাড়ি যা হার্লে ডেভিডসনের মতো আমেরিকান সংস্থাগুলোকে উপকৃত করতে পারে।
গত সপ্তাহে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প ভারত, চীন ও ব্রাজিলকে ‘বিশেষ শুল্ক আরোপকারী’ বলে অভিহিত করেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে ক্ষতি করে এমন দেশগুলোর ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি ভারতকে ‘শুল্কের খুব বড় অপব্যবহারকারী’ বলেও অভিহিত করেছিলেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, গত সোমবার ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের ‘ন্যায্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের’ দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হওয়ায় শুল্কের হুমকি নয়াদিল্লির জন্য একটি বিশাল উদ্বেগের বিষয়। ২০২৩ সালের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২০ বিলিয়ন ডলার; এর মধ্যে উদ্বৃত্ত ভারতের অনুকূলে রয়েছে ৩০ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে শীর্ষ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, ধারণা করা হচ্ছে তার মধ্যে বাণিজ্য হবে অন্যতম। তারা এই মাসে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।
শনিবার ভারতের বার্ষিক বাজেট উপস্থাপনের সময় শুল্ক কমানোর ঘোষণার পর অর্থ সচিব তুহিন কান্ত পান্ডে রয়টার্সকে বলেন, “আমরা সংরক্ষণবাদী হতে চাই- এমন সংকেত আমরা কাউকে দিতে চাই না।”
তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের শুল্ক হ্রাস ট্রাম্প প্রশাসনের উদ্বেগ প্রশমিত করার সম্ভাবনা কম। কারণ তারা চায়, নয়াদিল্লি কৃষি পণ্য, ইস্পাত এবং তেলের মতো বিভিন্ন পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত করুক। জাপান ও চীনের মতো দেশের তুলনায় ভারতের গড় শুল্ক অনেক বেশি।