ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’ পাচ্ছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে খবর আল জাজিরার।
খবরে বলা হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আজ ট্রাম্পের ইসরায়েল আগমনের পর তাকে এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।
হারজগ জানিয়েছেন, ট্রাম্প ইসরায়েলের প্রতি ‘অটল সমর্থন’ দেখিয়েছেন—যার মধ্যে রয়েছে আব্রাহাম চুক্তি, ‘ঐতিহাসিক’ যুদ্ধবিরতি চুক্তি, ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন হামলাসহ বিভিন্ন পদক্ষেপ।
ইসরায়েলি সংসদ নেসেটে সোমবার (১৩ অক্টোবর) ট্রাম্প ও হারজগের বৈঠকের সময় এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট এবং ওয়াই-নেট নিউজ।
ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প। আজ ইসরায়েলি সংসদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।