সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

২৯ আশ্বিন ১৪৩১

leading admission leading admission
সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
২৯ আশ্বিন ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : অর্থনীতি

১৪ দিনে রেমিট্যান্স এল ১৪ হাজার কোটি টাকা


ডেস্ক রিপোর্ট
2024-09-15
১৪ দিনে রেমিট্যান্স এল ১৪ হাজার কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের ১৪ দিন প্রবাসী আয় এলো ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। যা আগের মাস আগস্ট ও আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে বেশি। তবে চলতি বছরের জুন মাসের চেয়ে কিছুটা কম।

রবিবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী আয় বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছরের মে-জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। গত জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু জুলাই মাসে প্রথমে কোটাবিরোধী আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলন শুরু হলে প্রবাসীরা সাথে সংহতি জানিয়ে রেমিট্যান্স  পাঠানো কমিয়ে দেয়। ফলে জুলাই মাসে প্রতিদিন প্রবাসী আয় পাঠানো সর্বনিম্নে নামে।  আগস্ট মাসে সরকারের পতন হলে প্রবাসী আয় আসা বৃদ্ধি পায়, প্রতিদিন প্রবাসী আয় পাঠায় ৭ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। সেপ্টেম্বর সেই হার আরও খানিক বাড়ে।

আগের অর্থবছরে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠায় ৪ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়- সেপ্টেম্বর মাসের ১৪দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে  আসে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৯৯ লাখ ৮ হাজার ডলার।  একই সময়ে বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় আসে ৩০ লাখ মার্কিন ডলার।