রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

২৩ অগ্রহায়ণ ১৪৩২

leading admission leading admission
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : অর্থনীতি

আবারও কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর


ডেস্ক রিপোর্ট
2025-10-30
আবারও কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

দেশের বাজারে ফের কমানো হলো স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে নতুন করে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৯৫ টাকায়, যা আগে ছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায়।

বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বর্তমানে প্রতি আউন্সে প্রায় ৪ হাজার ডলার। আন্তর্জাতিক বাজারে এই দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।

এদিকে, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রূপার ভরি বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।

বাজুসের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মুদ্রাবাজারের ওঠানামা বিবেচনায় দেশের বাজারে স্বর্ণের দামের এ সমন্বয় করা হয়েছে।