রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

২ অগ্রহায়ণ ১৪৩২

leading admission leading admission
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
**সদ্যপ্রাপ্ত

>> দেশের প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনের রক্তে ‘উদ্বেগজনক’ মাত্রায় সীসা

>> রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত শমসের মবিন চৌধুরীর

>> খাতা পুনঃনিরীক্ষণ : সিলেটে এইচএসসিতে পাস আরও ৩১ জন

>> সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

>> লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে ডুবে গেলো নৌকা, ৪ জনের মৃত্যু

>> স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৫১৯ টাকা

>> নির্বাচনে ৯ দিনের জন্য মাঠে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

>> ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের থানায় বিস্ফোরণে ৭ জন নিহত

>> শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

>> দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান

আপনি পড়ছেন : খেলাধুলা

জনগণের রায়ে হবে ভবিষ্যৎ শাসন কাঠামোর ভিত্তি: খন্দকার মুক্তাদির

বিএমজেএ সিলেটের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


ডিএসএম ডেস্ক
2025-10-05
বিএমজেএ সিলেটের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। 
শনিবার (৪ অক্টোবর) জিন্দাবাজারস্থ কাকলি শপিং সেন্টারের বিএমজেএ কার্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন  বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। পেছনের পথ মানেই গর্তের দিকে যাওয়া। সিলেটসহ বাংলাদেশকে যদি তাঁর অস্তিত্ব বজায় রাখতে হয় তবে শুধু উন্নতির জন্য নয়, বরং টিকে থাকার জন্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর জনগণের রায়ে হবে ভবিষ্যৎ শাসন কাঠামোর ভিত্তি
তিনি আরো বলেন, বাংলাদেশ ১৮-২০ কোটি মানুষের ছোট্ট একটি দেশ। আমাদের অর্থনীতি সীমিত, জনঘনত্ব অনেক বেশি। সমৃদ্ধ ও শক্তিশালী দেশগুলো ভুল করলে তা সংশোধনের সুযোগ পায়, কিন্তু আমাদের সেই বিলাসিতার সুযোগ নেই। সামান্য সামাজিক অস্থিরতা বা সামান্য ভুলেরও মূল্য দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। তাই আমরা যে সময়টা পেছনে ফেলে এসেছি, এখন সেই সময়ের ক্ষত পূরণ করে জাতিকে পুনর্গঠনের সময় এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ নিজেদের প্রতিফলন দেখতে পাবে। 
তিনি বিএমজেএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজকে যেভাবে আপনারা একত্র হয়েছেন, ইনশাল্লাহ এমন সময় আসবে যখন আপনাদের নিজেদের একটি স্থায়ী কার্যালয় হবে। আপনারা এগিয়ে গেলে আমরাও এগিয়ে যাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএমজেএ প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু নিজেদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলেনি, বরং নিজেদের পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন। এই আন্তরিক সম্পর্কই তাদের সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।

এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাব সিলেট ব্যুরো প্রধান ফয়সল আমীনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ইমজা সিলেটের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার সুলাইমান আহমদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, এমআর টুনু তালুকদার, শাহীন আহমদ, অমিতা সিনহা, হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, শাহীন আলম, আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, তারেক আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, জয় রায় হিমেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, আশরাফুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি