রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

২৩ অগ্রহায়ণ ১৪৩২

leading admission leading admission
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : খেলাধুলা

বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক
2025-10-23
বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সুপার ওভারে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। কিন্তু ‘ফাইনালে’ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ একপেশে এক ম্যাচই জিতল।

১৭৯ রানের বিশাল জয়ে সিরিজও নিজিদের করে নিয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল। প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল খুলনায় ২০১২ সালে ১৬০ রানের। সবমিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় বাংলাদেশের।

সর্বোচ্চ ১৮৩ রানের জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে সিলেটে। সেই রেকর্ড ভাঙতে না পারলেও টানা চার ওয়ানডে সিরিজ হারের পর প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ। তাতে প্রতিশোধও নিল স্বাগতিকেরা। সর্বশেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।

সিরিজ নির্ধারনী ম্যাচে ২৯৭ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চার স্পিনারের সামনে দাঁড়াতেই পারছিলেন না শাই হোপ-রোস্টন চেসরা। স্পিন ঘূর্ণিতে তাই ১১৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।

শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদের স্পিনবিষে ৩৫ রান তুলতেই ৩ উইকেট নেই সফরকারীরদের। পরে আর কোনো উইকেট পাননি ম্যাচে যৌথভাবে রিশাদ হোসেনের সঙ্গে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার। 

নাসুমের ধাক্কা শেষ না হতেই তানভীর ইসলাম ও রিশাদ হোসেনরা শুরু করেন। তাতে ৮২ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫টির মধ্যে তানভীরের ২ উইকেটের বিপরীতে ৩টি নেন রিশাদ। ক্যারিবিয়ানদের শেষ ২ উইকেট নেন অধিনায়ক মিরাজ। একমাত্র পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান খেললেও একটিও বল করেননি তিনি।

আজকের ম্যাচে তিন উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন রিশাদ। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। ১২ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন আরাফাত সানির ১০ উইকেট নেওয়ার কীর্তিকে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি স্পিনার। স্পিন-পেসার মিলিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। লেগস্পিনার রিশাদের মতোই ১২ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। আর ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ।