রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

২৩ অগ্রহায়ণ ১৪৩২

leading admission leading admission
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : খেলাধুলা

সিলেটে ঐতিহাসিক ঘড়িঘরের সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন


ক্রীড়া ডেস্ক
2025-11-09
সিলেটে ঐতিহাসিক ঘড়িঘরের সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যবাহী নির্দশনের সামনে ট্রফি উন্মোচন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষাপটে সুরমা নদীর তীরবর্তী সিলেটের ঐতিহাসিক স্থাপনা আলী আমজাদের ঘড়িঘরের সামনে আয়ারল্যান্ড সিরিজের শিরোপা উন্মোচন করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) দুপুরে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন- বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি। এসময় দুই অধিনায়ক ছাড়াও বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে, মিরপুরে।

প্রসঙ্গত, ১৮৭৪ সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার, ক্বিনব্রিজের ডানপাশে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িঘরটি নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি এই ঘড়িঘরটি আজও সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচয় বহন করে।

এই ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট। ঘড়ির সামনে ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের ঐতিহাসিক স্থানের সঙ্গে খেলাধুলার সংযোগ স্থাপন করা হলো, যা স্থানীয় পর্যটনে ভূমিকা রাখবে।