শুক্রবার, জুলাই ১১, ২০২৫

২৭ আষাঢ় ১৪৩২

leading admission leading admission
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : বিনোদন

গান বাংলা চ্যানেলের তাপস গ্রেপ্তার


ডেস্ক রিপোর্ট:
2024-11-04
 গান বাংলা চ্যানেলের তাপস গ্রেপ্তার

গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার' ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৩টার দিকে উত্তরার তাপসের বাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ওসি মহিবুল্লাহ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি ওসি।
সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গানবাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়।
২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তাপস। তিনি দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ২০১৮ সালে।
আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ অগাস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা'র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।
সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, “জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।"