মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫

২৯ মাঘ ১৪৩১

leading admission leading admission
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫
২৯ মাঘ ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : বিনোদন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ


ডিএসএম ডেস্ক
2025-01-12
 ভাইরাল স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

হঠাৎ আলোচনায় চলে আসলেন দেশের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। সম্প্রতি সামাজিক মাধ্যমে নির্মাতার নামে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সে থেকে শুরু হয় বান্নাহকে নিয়ে নানান আলোচনা-সমালোচনা। কারণ, সেই স্ক্রিনশটগুলোতে যৌন সম্পর্কের আপত্তিকর নানা বর্ণনা দেখা যায়।

কেউ কেউ এটাকে ফেইক বলে দাবি করলেও অনেকে আবার সেই ফাঁস হওয়া কথাগুলোকে কেন্দ্র করে বান্নাহর দিকে আঙুল তুলছেন। এমন অবস্থায় শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট নিয়ে মুখ খোলেন নির্মাতা।

বান্নাহ বলেন, ‘আমাকে নিয়ে কিছু রিউমার ছড়িয়েছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে। মানুষ জিজ্ঞাসা করছে, বান্নাহ ভাই এটা কি আপনি? আবার যারা আমাকে চেনেন, আমাকে ধারণ করেন, তারা আবার বলছেন, এটা আপনি হতেই পারেন না। আপনার পার্সোনালিটির সাথে এটা যায়না।’

বান্নাহ বলেন, ‘এর আগেও ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশি মেয়ে বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে। কিন্তু এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই। এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে। আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে।’

বান্নাহ আরও বলেন, ‘যে আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না। আমি যতদূর জানি যার ছবি ব্যবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। আমি নাম প্রকাশ করতে চাইনা।  আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়া ছেঁড়ে দেবো। আমি নিজেই নিজেকে শাস্তি দেবো।’