শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

১২ বৈশাখ ১৪৩২

leading admission leading admission
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
১২ বৈশাখ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : শিল্পসাহিত্য

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট:
2024-07-07
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বার্ষিক প্রতিনিধি সভা শনিবার ( জুলাই) সন্ধ্যা ৭ টায় সারদা স্মৃতি ভবন মহড়াকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দনের সভাপতিত্বে বার্ষিক প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন অন্যতম পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু কুমার দাশ। শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ আহমদ তন্ময়, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, অর্থ রিপোর্ট পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ অচিন্ত কুমার দে।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক আলোচনায় অংশ নেন সাবেক পরিচালক সভাপতি নিরঞ্জন দে যাদু, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, নাট্যায়ন সিলেটের তুহিন খান, থিয়েটার সিলেটের কামরুল হক জুয়েল, থিয়েটার বাংলার গোপাল সুত্রধর,নগরনাট সিলেটের অপু মজুমদার প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন পরিষদের সহসভাপতি জয়শ্রী দাস জয়া, কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক দিবাকর সরকার শেখর, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাছিত সাদাফ, রেজাউল করিম রাব্বি।
বার্ষিক প্রতিনিধি সভায় সাংগঠনিক আলোচনায় বক্তারা বলেন, সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রায় সম্মিলিত নাট্য পরিষদ অগ্রভাগে নেতৃত্ব দিয়ে আসছে। সকল সংকট-সংগ্রামে সিলেটের নাট্যকর্মীরা সাংস্কৃতিক অগ্রযাত্রায় সাধারণ মানুষের পাশে ছিলো।
বক্তারা আরো বলেন, নাটকের মান উন্নয়ন, নতুন নাট্যকর্মী, নিয়মিত নাটক মঞ্চায়ন, পথ নাটকের উন্নয়ন, কর্মশালা আয়োজনসহ সিলেটের নাট্যাঙ্গনকে শক্তিশালী করতে আরোও গতিশীল করতে কাজ করবে নাট্য পরিষদ।
বার্ষিক প্রতিনিধি সভায় প্রতিনিধিদের আলোচনায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন অর্থ সম্পাদকের প্রতিবেদন সংযোজন বিয়োজনের মাধ্যমে গৃহিত হয়।