আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) আংশিক চন্দ্রগ্রহণ হবে। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।
রবিবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে।
বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দৃশ্যমান হবে।
এর আগে, চলতি বছরের ২৫ মার্চ সকাল ১০টা ২৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে এটি দেখা যায়। এছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ থেকে দেখা যায়। তবে বাংলাদেশ থেকে দেখা যায়নি এই চন্দ্রগ্রহণ।
প্রসঙ্গত, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সে সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে।