সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

২৯ আশ্বিন ১৪৩১

leading admission leading admission
সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
২৯ আশ্বিন ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : বিবিধ

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক
2024-09-28
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের বিক্ষোভ

বিভিন্ন দাবি আদায়ে ফ্রান্সে বিক্ষোভ সমাবেশ করেছে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বিভিন্ন দেশের অভিবাসীসহ বাংলাদেশিরা।

বৃহস্পতিবার দুপুরে প্যারিসে ন্যাশনাল কোর্ট অব অ্যাসাইলামের (সিএনডিএ) সামনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘সলিডারিতে আঁজি ফ্রান্স’ (সাফ)।

নিম্ন আদালতেই আশ্রয়ের আবেদন বাতিল হওয়া, বাতিল হওয়ার পর উচ্চ আদালতে আবেদনের সুযোগ না থাকা, পারিবারিক পুনর্মিলন ভিসা কমিয়ে দেওয়া এবং অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করতে অনীহার অভিযোগ আনেন তারা। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির সমর্থনে স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে যুক্ত হন।

কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য ও পরবর্তী করণীয় তুলে ধরে সমাবেশে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন এনকে।

তিনি বলেন, “সম্প্রতি ফ্রান্সে উদ্বেগজনক হারে আশ্রয়প্রার্থীদের আবেদন অটো রিজেক্ট করা হচ্ছে। এতে আশ্রয়প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া নিয়মিত অভিবাসীরা তাদের পরিবারকে কাছে পেতে স্ব-স্ব দেশের ফরাসি দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এসব আবেদনের প্রেক্ষিতে ফরাসি দূতাবাসগুলো ভিসা দিতে দীর্ঘ সময়ক্ষেপণ এবং নানা অজুহাতে আবেদন নামঞ্জুর করে থাকে। আমরা চাই এসব সমস্যা সমাধানে ফ্রান্স সরকার যেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়।”

তিনি জানান, অভিবাসী আশ্রয়প্রার্থীদের সমস্যাগুলো তুলে ধরে ইতোমধ্যে ফরাসি সংসদ সদস্যদের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পরবর্তীতে আমরা ফ্রান্সের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত আকারে আমাদের দাবিগুলো উপস্থাপন করবো।

সমাবেশে বাংলাদেশিদের মধ্যে আরও বক্তব্য দেন- বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্সের সভাপতি আল আমিন খান, কাওছার আহমদ, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং শাহীন আহমদ প্রমুখ।