কমলগঞ্জ উপজেলার হুমেরজান গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক অরুন কুমার সিংহ (৭৫) আর নেই। সোমবার (২০ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেছেন। তিনি হুমেরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে ছিল তার অগাধ বিচরণ। বিভিন্ন সময় মণিপুরিদের বিশেষ উৎসবে আয়োজিত বহু মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন। অরুন কুমার সিংহ বাংলাদেশ মণিপুরী যুব সমিতির প্রতিষ্ঠাকালীন একনিষ্ঠ কর্মী ছিলেন।
অরুন কুমার সিংহ শিক্ষকতা পেশা হতে অবসর নিয়ে মণিপুরী বুনন শিল্পের একজন উদ্যোক্তা হিসেবে নিয়োজিত ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অরুন কুমার সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, মণিপুরী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা সিংহ, মণিপুরী কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, লৈশেম পুঙের পরিচালক ওইনাম লানথোই প্রমুখ।