মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫

২৯ মাঘ ১৪৩১

leading admission leading admission
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫
২৯ মাঘ ১৪৩১
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : বিবিধ

`আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’


ডেস্ক রিপোর্ট
2024-07-09
`আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’

‘আপনার শিশুকে টিকা দিন’- বহুল পরিচিত এ বাক্য মানেই গোলাকার বৃত্তের মাঝখানে হামাগুড়ি দেওয়া শিশুর ছবি; কিন্তু সেই শিশুর জায়গায় যদি হামাগুড়ি দেওয়া প্রাপ্তবয়স্ক কারও ছবি হয়, তাতে চোখ আটকাবে যে কারোর।
নিজেদের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে মঙ্গলবার এমনই একটি ছবি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
শিশুর জায়গায় স্যুট-টাই পড়া ব্যক্তির ছবি জুড়ে দিয়ে গোলাকার বৃত্তের বাইরে লেখা হয়েছে, ‘আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’।
শিশুদের টিকা কার্যক্রমের লোগোর আদলে এই ‘কার্টুনচিত্র’ প্রকাশ করে দুর্নীতি বিরোধী সংস্থাটি লিখেছে, “দুর্নীতি প্রতিরোধে আওয়াজ উঠুক ঘর থেকে...বাবাকে টিকা দিন, দরকার হলে নিজেও নিন।”
ব্যতিক্রমী এই লোগোচিত্র সম্পর্কে জানতে চাইলে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম বলেন, “আমরা যেসব ঘটনা এখন দেখছি তাতে দেখা যাচ্ছে, সবাই যদি নিজের ঘরে প্রশ্নটা করেন যে বাবা কীভাবে আয়টা করেন? এই চিন্তা থেকে দেওয়া। এই কন্টেক্সটে মনে হচ্ছে এই কার্টুনটা রিয়েল পিকচার দেয়।”
তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সবার মিলে লড়াই করা উচিত, শুধু একা সরকার বা কোনো প্রতিষ্ঠানের একা কাজ নয় এটা। কার্টুনটাকে ক্যাম্পেইন হিসেবে নেওয়া, মানসিকভাবে তারা যেন চিন্তা করে দুর্নীতিকে ঘর থেকেই ফাইট করা যায়।”
প্রায় এক যুগ ধরে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলেকে নিয়ে। একসময় ড্রাইভার হয়েও এখন আবেদ আলীর পরিবারের বিলাসবহুল জীবনযাপন এবং সেসবের বিভিন্ন ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাক্ষাৎকারের এক ভিডিওতে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও সেখান থেকে আয়ের বিষয়টি স্বীকারও করতে দেখা গেছে আবেদ আলীকে।
বাবার ‘দুর্নীতিতে’ ছেলেসহ গোটা পরিবারের বিলাসহুল জীবন নিয়ে সমালোচনার মধ্যে মঙ্গলবার ওই কার্টুন প্রকাশ করেছে টিআইবি, যার মাধ্যমে দেশের সাম্প্রতিক আলোচিত দুর্নীতির কয়েকটি ঘটনা ফুটে উঠেছে।
গত জুনে কোরবানির ঈদের আগে ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার খবর ফেইসবুক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে জানা যায় ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।
একজন রাজস্ব কর্মকর্তার ছেলে ১৫ লাখ টাকা খরচ করে কীভাবে ছাগল কিনতে পারেন সেই প্রশ্ন উঠে। মতিউর প্রথমে ইফাতকে নিজের ছেলে হিসাবে অস্বীকারও করেন। এরপর মতিউরকে এনবিআর থেকে বদলি এবং সোনালী ব্যাংকের পদ খোয়ানোর পর ‘দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের’ অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে আদালত তার স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে। মতিউর এবং তার প্রথম স্ত্রী বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা এসেছে।
আরও আগে গত মে মাসে দেশে অনলাইন কনটেন্ট নির্মাতা ‘রাফসান দ্য ছোট ভাই’ হিসেবে পরিচিত ইফতেখার রাফসান নিজের আয় থেকে বাবা-মাকে একটি দামি গাড়ি উপহার দিলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়। অনেকেই সমালোচনা করেন গাড়ি উপহার না দিয়ে গাড়ি কেনার অর্থে বাবার ঋণ পরিশোধ করা উচিত ছিল তার। এর জবাবে রাফসান ঋণের বিষয়টি আদালতে বিচারাধীন এবং ওই দায় কোম্পানির, ব্যক্তি হিসেবে তার বাবার নয় বলে যুক্তি দেন।